। ঘোড়া।

ঘোড়াটা দেখেছো? কাঠনির্মিত,এনেছি তোমার জন্য
ফিনিসিং দেখো, কত মনোহর, বার্নিসে চকচকে,
এ ঘোড়ার কাছে কোথায় লাগে হে অবাধ্য ঘোড়া বন্য
গেটের সামনে এই তো রেখেছি, দেখি যদি ঘরে ঢোকে।

তোমার সঙ্গে অনেক হয়েছে আঘাত প্রত্যাঘাত
সমুখসমরে হারাতে পারিনি এতদিন করে চেষ্টা
সন্ধি আসুক, তোমার দিকে তো বাড়িয়ে দিয়েছি হাত
শুরুটা নাহয় শত্রুতা দিয়ে, অন্যথা হোক শেষটা।

শত্রু কখনো বন্ধু হয়কি? ইতিহাস ঘেঁটে দেখো
এই দেখো আমি রণঅঙ্গন ছেড়ে চলে যাই দূরে
তুমিও আমাকে হারাতে পারোনি সেকথাটা মনে রেখো,
কত শব শুয়ে দুজনের মাঝে দেখে নাও মাটি খুঁড়ে।

বরং ঘোড়াটা বাড়ি নিয়ে যাও, শত্রুর উপহার,
অপরাজিতের চিহ্ন থাকুক সাজানো সটান খাড়া
রাত্রিতে  তুমি ঘুমাও আরামে, মৃতহেন নিঃসাড়
তারপরে দেখো, নিশ্চুপে কাজ সারবে ট্রয়ের ঘোড়া।

আর্যতীর্থ