। এখনো আশা আছে।

দাদা একটু শুনবেন? পেছন থেকে কে চেঁচায়?
দোহারা ময়লা ছেলে, হাতের মোবাইলটা আমারই
'এটা ফেলে এসছিলেন বাসে তাড়াহুড়ায়,
নেমে পড়লাম, যদি পৌঁছে দিতে পারি'
মোবাইলটা দিয়েই একছুট্টে পরের বাস ধরে নিল
কাজে যেতে তারও দেরী হচ্ছিল বোধহয়,
বিনা কারণে অচেনা লোকের জন্য নেমেছিল
যুগটা তাহলে ঠিক ততটা খারাপ নয়।
ফেরত পাওয়া মোবাইলটাকে নিয়ে বুকের কাছে
ফিসফিসিয়ে আস্তে বলি ' এখনো তবে আশা আছে'!

মেয়েটা গেছে টিউশনে, আজ আর ওর মা যায়নি সাথে
হঠাৎ কোনো প্রতিবাদে  বন্ধ হল বাস অটো ইত্যাদি
আমারও উপায় নেই, জনতা পুলিশ খন্ডযুদ্ধ পথে
মেয়েটা আমার চিনবে কি পথ, বাপের সে যে বড্ড আহ্লাদী,।
হঠাৎ পুলিশের গাড়ির সাইরেন একদম বাড়ির সামনেই
একটু বাদেই ঢুকলো ঘরে মেয়ে একগাল হেসে
ভালো কাজ করার জন্য পুলিশের নাকি নাম নেই
এই তো কেমন পৌঁছে দিলো পুলিশ বাড়িতে এসে।
মিডিয়া এখন মুড়কি খোঁজে না, গতে বাঁধা সব মুড়ির ছাঁচে
মেয়েকে আমার বুকে ধরে ভাবি এখনো তবে আশা আছে।

বুড়িমায়ের হাঁপের ব্যামো,  সেদিন তো প্রায় মরো মরো
চটজলদি নিয়ে গেলাম কাছের সরকারী হাসপাতালে
এমনিতে তো তোমরা সবাই হাসপাতালের নিন্দে করো
আমিও তো চাইনি নিতে ওসব জায়গায় কোনোকালে।
সেদিন উপায় ছিল না। কি আশ্চর্য,  মাঝরাত্তিরে ডাক্তার এলেন
অথচ আমার কোনো মুরুব্বি নেই চেনা
মা একটু ঠিক না হওয়া অবধি থেকেও গেলেন,
দামী কোনো ওষুধও তো সেদিন হয় নি কেনা।
মা ভালো হবার পর একবার গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে
ক্লান্ত হাসিতে বুঝে নিলাম এখনো তবে আশা আছে।

' রোজ কত কি ঘটে যাহা তাহা',   খারাপগুলোই বলছে কাগজগুলো
পড়েই ভাবি গোল্লায় দেশ, মানুষ এবার কেমন করে বাঁচে
রোজনামচার পাতা উল্টিও স্মৃতি থেকে ঝেড়ে ধুলো
প্রতিদিন কত ছোটো ঘটনায় আশা আজও বেঁচে আছে।
আর্যতীর্থ