। রাধাচূড়া।

স্বপ্নগুলো এখন কেমন ঝাপসা মনে হয়
এইজন্মেই দেখেছিলাম কি? বছর ঘুরে গেছে
পেট চালানোর ঘষা কাঁচের চশমা নাকে আঁটা
জীবিকাকে এখন জীবন স্বপ্ন বলে বেচে।

স্বপ্ন ছিল,  কবি হবো, হৃদয় ছোঁয়ার কথক
কলম থেকে কলকলাবে ভাষার বহতা নদী
এখন কলম হাতড়ে খোঁজে কোথায় রুটিরুজি
মগজ জুড়ে রাজ করে যায় কিন্তু এবং যদি।

এখন আমার স্বপ্ন জুড়ে ফ্ল্যাটবাড়ি আর গাড়ি
কবিতারা আছে কোথায়, খোঁজার সময় কই?
সেনসেক্সের ওঠাপড়ায়  স্বপ্নগুলো ভাঙে গড়ে
মোটের ওপর, এই আমিটা আগের আমি নই।

সেদিন হন্তদন্ত পথে, যাচ্ছি কাজে বিষম তাড়ায়
গ্রীষ্মকালের মাঝদুপুরে বড্ড কঠিন বাইরে থাকা
চমকে দেখি পথের ধারে বেমক্কা এক রাধাচূড়া
ধুলোর মাঝে একফালি পথ হঠাৎ হলুদ ফুলে ঢাকা।

কোত্থেকে যে শুকনো গাছে হঠাৎ করে মুকুল এলো
হলুদমাখা গাছটা দেখে দাঁড়িয়ে গেলাম বাষ্পচোখে
রুটির জন্য রুজির খোঁজে হারিয়ে ছিল যেটা আমার
রাধাচূড়া একটু হলেও ফিরিয়ে দিলো সে স্বপ্নকে।

আর্যতীর্থ