। ঝরাপাতা।

ঝরাপাতা কেউ ব্যর্থ হয়না, হেমন্ত সেটা জানে,
পাতা ঝরে গিয়ে ডাল খালি হয় জীবনের সন্ধানে।
ঝরে যেতে যেতে  একজীবনের ইতিহাস লিখে যায়
একই ডালে এসে নবীন পাতারা রোদ্দুর মাখে গায়।
সেই পাতারাও কোন একদিন বুড়ো হয়ে যাবে ঝরে
সময়ের কাঁটা কালের ঘড়িতে অমোঘ নিয়মে ঘোরে।
আজ বাদে কাল সেই এসে যাবে ঝরে পড়বার দিন,
তার মানে কি পাতা হয়ে থাকা বেকার অর্থহীন?
যে গাছের ডাল পাতাহীন থাকে জিজ্ঞেস কোরো তাকে
ঘুণকীট এসে বাসা বেঁধে নেয় তার খোলসের ফাঁকে।
পাতা রোজ কিছু রোদ ভরে দেয় গাছেদের কোষাগারে
পাতা বলে দেয় আলোর লড়াইয়ে কোন গাছ জেতে হারে।
গাছেদের নিয়ে লেখা ইতিহাস পাতাদের দেয় ফাঁকি,
ভাবখানা যেন ঝরাপাতা নিয়ে কিছু লেখা যায় নাকি!
সব মহীরুহ চারাগাছ ছিলো, পাতারা করেছে বড়,
তবুও তোমরা পাতাদের ভুলে গাছগুলো পুজো করো।
ইতিহাস লেখে গাছেদের সাথে গাছেদের কাটাকাটি
উহ্য রয়েছে কত পাতাদের বলিদান নিলো মাটি।
ঝরাপাতাদের ব্যর্থতা ভেবে ফেলো না দীর্ঘশ্বাস,
প্রতি ঝরাপাতা বুকে ধরে রাখে গাছেদের ইতিহাস।

আর্যতীর্থ