। বিষণ্ণতা।

মাঝে মাঝে বিষণ্ণতা আসে, ছড়িয়ে যায় আমার আশেপাশে।
বিষণ্ণতা দেখতে কিরকম? বিষণ্ণতা ধুসর নাকি কালো?
একা থাকার মানেটা বেশ বুঝি, ভিড় ঠেলে ওই বিষণ্ণতা এলো।
বিষ কথা কি বিষণ্ণতার থেকে? মন ভয় ভয় একলা হওয়ার বিষে,
মনের কালো চিন্তা ছোবল মারে, হঠাৎ এত একলা হলাম কিসে?
একলা হওয়া বিষণ্ণতা টানে, নাকি দুটোর একই রকম মানে?
অনেক লেখা এসব বিষয় নিয়ে, বিজ্ঞলোকে এসব খবর জানে।
আমি শুধু বিষণ্ণতা বুঝি। ভিড়ের মধ্যে নিজের সঙ্গে যুঝি। ভিড়ে বুঝি একলা থাকা যায়? বিষণ্ণ মন থাকে কি রাস্তায়?
থাকবে নাই বা কেন? এই যে এত রাস্তা জুড়ে ভিড়, এরা সবাই, সব্বাই যে ভালো আছে ঠিক জানো?
হয়তো নেই, আবার হয়তো আছে, পুড়ছে  লোকে রোজই মনের আঁচে, কজনে যে সত্যি সুখে আছে,
সে সব খবর আছে কারো কাছে?
বিষণ্ণতা পোড়ায় ধিকি ধিকি, বিষণ্ণতা জীবন জ্বালায় ঠিকই, তবু কোথাও জ্বলে ওঠে আলো,
কারোর হাসি, কারো চেনা কথায়, মেঘবিদ্যুৎ হঠাৎই চমকালো, অমনি বিষণ্ণতা হটে পিছু, মনখারাপের আচমকা মুখনিচু, জীবনচাকা অমনি আবার ঘোরে, বাঁচি, আবার বাঁচি নতুন করে।

আর্যতীর্থ