। জয় গোঁসাই।

জন্মদিনে বলবো কি চাই , জয় গোঁসাই?
কলম বেয়ে কাব্যনদী চলছে বয়ে,
সেই নদীটার জলের ছিটে মাথায় লাগাই
ছন্দরা সব ধন্য হলো তোমায় ছুঁয়ে।
ঝাউপাতারা কখন ঘুমায় কখন জাগে
সেসব খবর তুমি ছাড়া কে  আর রাখে
পাগলিরও তো পাগল হওয়ার সঙ্গী লাগে
তোমার মতো করে কে আর বুঝলো তাকে।
বৃষ্টি হলে হাত বাড়িয়ে আঙুল ভেজাই
ভিজতে এখন পারিনা আর ইচ্ছে হলে
তুমি কবি বরাবরের পাগলা জগাই
কাব্য লেখো কারা যেন ভিজছে বলে।
তোমার জন্যে শব্দেরা সব মুখিয়ে আছে
ছন্দরা রোজ কাণ্ড ঘটায় যাচ্ছেতাই
পাঁচখানা সাল এমন করে পেরিয়ে গেছে
নতুন একটা পদ্য শোনাও,জয় গোঁসাই।

আর্যতীর্থ