। আমার দাম।

বলো না রাই,  এই বাজারে কত আমার দাম?
সে যুগ হলে নাহয় সেটা কানাকড়ি ধরতাম।
এখন তো সব পয়সাকড়ি নানা রকম নোটে
আমার ভাগে বলো দেখি কত টাকা জোটে?

রাইকিশোরী ঝামটা দিলো এমন সওয়াল শুনে
(ওসব আমার রোজ খেতে হয় পোড়া কপালগুণে)
'বড্ড তোমার বাড় বেড়েছে বকছো আজেবাজে
নিজেই তুমি বলো দেখি কি ভাবি আন্দাজে?

আমি বললাম হতেও পারি দশ বা কুড়ি টাকা
নানান রকম ছুটকো কাজের জন্য যেসব রাখা
অদরকারে এদিক সেদিক অবহেলায় গোঁজো..
' না হলো না, আগে বাড়ো, আলাদা নোট খোঁজো'

তা হলে কি তোমার কাছে ফিফটি রুপিস নোট,
ফুচকা এবং কাবলি খেতে আমার সঙ্গে জোট?
জুতোসেলাই চণ্ডীপঠন সবকিছুতেই কাজে?
রাই বললো,  আরো ওঠো, বকছো খালি বাজে।

আমি বলি লাফিয়ে উঠে একশো টাকা নাকি?
আহা প্রিয়ে,  আমারও তো ইচ্ছে সেটাই থাকি।
পার্সে থেকে সুযোগ পাবো কতরকম সেবার...
রাই বললো, মাথাখারাপ, এগোও বাপু এবার।

কাঁদো কাঁদো হয়ে বলি এতই খারাপ বাজার?
আমার তুমি দাম ধরছো পাঁচশো কিংবা হাজার?
দামটা শুধু কথার কথা, মাকাল আসল কাজে
রাই বললো ধ্যাত্তেরিকা, ভুল পুরো আন্দাজে।

ভেবে দেখো, তোমায় কোথাও চালানো যায় না
বদলাতে গেলেও যে বাপু  হাজারও বায়না।
তোমায় শুধু দাম দেখিয়ে সাজিয়ে রাখতে পারি
নোটের মূল্যে তুমি আমার পাক্কা দুহাজারী।

আর্যতীর্থ