। প্রেমিক।

দেখলে তোকে কেন যে ছাই
প্রেম পেয়ে যায় ফট করে
একশো বইয়ের উক্তি প্রেমের
মনে আসে ঝট করে
এস এম এসে ছাপিয়ে সে সব
দিই পাঠিয়ে চট করে
ব্লক করে তুই অমনি ভাঙিস
প্রেমের ঘাড়টা মট করে।
চাইছি আমার লোপ্পা ক্যাচটা
তোর হাতে হোক কট ওরে
অবহেলায় ফেললি ও বল
রাখলি আউট নট করে।
আমার ব্রেনের ঘাসজমিতে
তোরই শুধু থট ঘোরে
দেখলে আমায় কেন মনে
ছিটকিনি দিস খট করে?
আমার প্রেমে জলটি ঢেলে
দিব্যি চলিস গট করে
চলার ঠমক মনের সুতোয়
দেয় পাকিয়ে জট জোরে।
কঠিন আমার মন ভেঙে দিস
সোলার মতো পট করে
চাউনিতে তোর মনপাখিটা
মরছে যে ছটফট করে।
ইচ্ছে করে গণক হয়ে
মন পড়ে নিই সট করে
মাইরি, তোকে দেখলে মাথায়
কিডন্যাপিংয়ের প্লট ঘোরে।
তোর বিরহে ভেক ধরবো
চলেই যাবো মঠ ওরে
একটু প্রেমের জল ঢেলে তুই
দে না মনের ঘট ভরে।
কলিযুগে হায় কি গেছে
নীল যমুনার তট মরে
কানুর বাঁশি শুনেও রাধা
বেরোয় না আর হট করে।
কবে প্রেমের বীজ পুতেছি
এখন বৃহৎ বট তো রে
চুরি করে মন রেখে দিস
এত কি তুই শঠ ওরে?
এমন কেন মুখটি রাখিস
বেবাক স্পিকটি নট করে
একবারটি মুখ তুলে চা
প্রেম করে নে ফট করে।

আর্যতীর্থ