। বাস্তব।

ফালতু স্বপ্ন দেখতে বাপু ভাল্লাগে না আর,
বরং এখন অনেক প্রিয় হোঁচট দেওয়া রুক্ষ মাটি,
দিনের শেষে ক্লান্ত মনে কেউ বিছাবে শীতলপাটি
মিথ্যে ওসব গালগল্পে মন জাগে না আর।

বরং কোন অবিবেচক  যদি বলেন আমায় ডেকে
'শীত পড়বে এবার বেজায়, কাজ হবেনা আলোয়ানে'
যে যাই বলুক,চক্ষু বুজে বসন্তদিন ভাবার থেকে
হিমেল হাওয়ার সে গল্পটা আমায় অনেক বেশী টানে।

ফক্কা পকেট গড়ের মাঠে শীঘ্র হবে দালানকোঠা
আষাঢ়ে সব গপ্পো ফাঁদার লোকজনদের ভালোই চিনি
হেসে মাথা নাড়ি বটে, তাই বলে নই মাথামোটা
নেড়েঘেঁটে যাচাই করে তবেই কোনো সত্যি কিনি।

সে এক সময় ছিলো বটে স্বপ্ন সত্যি গুলিয়ে  যেতো
ফাঁকা থালায় ভরসা ছিলো মন্ডা মেঠাই পড়বে পাতে
চটকা ভাঙার পরে দেখি  পোড়াকপাল হাসছে দেঁতো
মেঠাই লোভে রয়ে গেলাম আজন্মকাল হাড়হাভাতে।

খামোখা আর কেন শোনাও ভবিষ্যতের আকাশকুসুম
বরং তুমি আজ আর কালের ঠাণ্ডাভাতের গল্প বলো
আর কতকাল আকাশ থেকে পড়বো এসে মাটিতে দুম
তেতো হলেও সত্যি ভালো, আমারও তো বয়েস হলো।

আর্যতীর্থ