। একদিন হঠাৎ।

ছেলেটা সবুজ মেয়েটা লাল
একই বাসে রোজ সকাল

দু এক স্টপ এদিক ওদিক
আসতে যেতে দেখা ঠিক

রোজ যাওয়াতে মুখচেনা
নাম বললে চিনবে না

চোখে চোখেই খোঁজ নিত
এক ঘন্টার জার্নি তো

অফিস দুটো এক পাড়ায়
নামতো দুজন সে জায়গায়

একটু হেঁটে একসাথে
দুজন যে যার রাস্তাতে

একই আবার ফেরার পথ
হপ্তা জুড়ে বাঁধা গৎ

একদিন সে বিপদ ভারী
শহর জুড়ে কার্ফু জারি

ফেরার পথে বাস স্টপে
ছেলেটার চোখ লোক মাপে

কত লোকে আসে যায়
চোখ খুঁজে যায়, সে কোথায়?

সন্ধে নামে ঝুপ করে
ছেলেটা দাঁড়িয়ে চুপ করে

ঘন্টা দুয়েক প্রায় শেষে
এলো সে মেয়ে অবশেষে

দৌড়ে গেলো অমনি ছেলে
এত সময় কোথায় ছিলে?

বসেছিলাম সেই অফিসেই
ফেরার কোনো বাস তো নেই।

চলো দুজন হাঁটি তবে
ঘন্টা তিনেক হাঁটতে হবে।

নানান স্থানে পুলিশ জেরা
সময় নিলো ঘরে ফেরা

নাম জানতোনা কেউ কারো
জেনে গেলো নাম্বারও।

যখন দুজন ফিরলো বাড়ি
বারোর কাঁটা ছুচ্ছে ঘড়ি।

ছেলেটা সবুজ মেয়েটা লাল
পাশাপাশি সিটে রোজ সকাল।

আর্যতীর্থ