। গল্প।
গল্প থাকে সবার কিছু, মনজুড়ানো বুকফাটানো
কজনে আর নিজের বাইরে অন্য কারো গল্প জানো?
গল্পগুলো একা একা পৃথক বুকে জমতে থাকে
দিনযাপনে ডুবিয়ে কলম জীবন লেখে গল্পটাকে।
এলোমেলো গল্প কারো রোজের কাজের ঠেলার চোটে
কারো আবার গল্প নিটোল, খুব জমাটি খাসবুনোটে।
পাথরচাপা কপাল যাদের, গল্প আছে সেই বুকেরও
গল্প শোনায় শহীদ বেদী, গল্প আছে বন্দুকেরও।
গল্পগুলো রূপকথা নয়,  অশ্রু ধুলো ঘাম মাখানো
তবুও সব গল্পে থাকে রাজা রানী দত্যি দানো।
রাজত্ব আর রাজকন্যা জোটে শুধু কপালফেরে
তাদেরও তো গল্প আছে,  যেসব কুমার ফিরলো হেরে।
গল্পগুলো রোজ পাল্টায়, বাঁক নিয়ে নেয় হঠাৎ পথে
চেনা সুরের তালটা কেটে আবার শুরু অন্য গতে।
গল্পটাকে জমিয়ে বুকে সবাই খোঁজে শোনার লোক
রোজনামচার ঘানি পেষায় একবার তো নায়ক হোক!
শুনবেটা কে ,  শ্রোতারও যে গল্প বলার তাড়া আছে
নিজের গল্প বলার তাগিদ বেশী থাকে সবার কাছে।
শোনার আবার বিপদ আছে, সবাই বলে রেখেঢেকে
বড্ড কঠিন ভেজালগুলো তফাৎ করা আসল থেকে।
একজীবনের গল্পে নায়ক অন্য গল্পে প্রবল ভিলেন
আগন্তুকে মনে করায় এই গল্পে তিনিও ছিলেন।
লিখছে জীবন গল্পগুলো নিজের ছাঁদে নিজের ঢংয়ে
সব জীবনের গল্প রঙিন ভিবজিওরের সাতটা রঙে।
আর্যতীর্থ