। শীত বসন্ত।

আর কটাদিন বসন্তকাল তারপরে তো ফক্কা সবই
শীতের জন্য কাঠকুটো সব আশা করি তৈরী আছে
আগ বাড়িয়ে বিপদ ভাবা বয়েসকালের প্রধান দাবী
ঠাণ্ডা হওয়ার সম্ভাবনায় সেঁক লাগাবো নরম আঁচে।

'কাঠকুটোদের করবো জোগাড়,  এতই খারাপ হালত নাকি?
এরপরে তো করবে হুকুম, উলের কাঁটা ধরতে আবার
খোলসা করে বলো দেখি বসন্ত  শীত হিসেবটা কি,
এখন থেকেই ওসব নিয়ে কারণটা কি এত ভাবার?'

ওই যে তোমার উড়োচুলে আজও দেখি মেঘের ছোঁয়া
নিরিবিলি পেলেই তোমায় মাথায় চাপে বদমায়েশি,
টেবিলনিচে পায়ে পা ছুঁই মুখটা করে তুলসীধোয়া
এটাই তো সেই বসন্তদিন, সময় যখন প্রেমপিয়াসী।

'তার মানে কি ধরতে হবে, এসব গায়েব ভবিষ্যতে?
শীত মানে যে বুড়ো হওয়া সেটা আমি খুব বুঝেছি,
চুমো  খাওয়া বারণ বুঝি পাকাচুলে ফোকলা দাঁতে?
তাহলে  তো বলতে হবে প্রেমিক আমি ভুল খুঁজেছি।'

এই খেয়েছে, উল্টে দেখি আমার দিকেই বল ফেলে দাও,
আমি তো ছাই তৈরী আছি কড়া শীতেও জ্বালতে আগুন,
একটু ধুনো দিলাম দিয়ে, দেখতে কথা কোনপথে নাও,
হুকুম করলে তোমার জন্য মাঘের শীতেও আনবো ফাগুন।

'ধুনো দিতে এলেন উনি, কে রে আমার কেষ্টঠাকুর!
ঝামটা দিলে তবেই দেখি সিধে তুমি রও বাছাধন
তোমার আমার জীবন থেকে শীত পালিয়ে যাক বহুদূর
হুকুম দিলাম বসন্তকাল আনতে হবে সারা জীবন!'

আর্যতীর্থ