।পৌষপাবণ।

দাও ফিরিয়ে ঠাম্মার সেই সরুচাকলির স্বাদ,
ও স্বাদ পাবে কোথা থেকে পিঠেপুলির দোকান?
শীত কি হবে, পড়ে যদি  পৌষপাবণই বাদ,
সে গুড় কোথায়, সুবাসে যার জিভ করে আনচান?

টপটপাটপ পাটিসাপটা সাবড়ে দিতাম একথালা,
তিনটে পাড়া পেরিয়ে যেতাম পায়েস খাওয়ার লোভে
শহুরে পেট এখন জানে মেপে খাওয়ার কি জ্বালা
দু চার চামচ পায়েস খেয়েই ডাইজিনে মুখ ধোবে।

আমার পৌষ লেখা ছিলো ভোরের বেলার খেজুর রসে
জিভ উচাটন যখন তখন নলেনগুড়ের ঘ্রাণে
আমার পৌষ করতো সাবাড় পুলিপিঠে দাওয়ায় বসে
চিতোই পিঠে কেমন খেতে আমার পৌষ জানে।

সেসব পৌষ হারিয়ে গেছে ছেলেবেলা নিয়ে সাথে
ব্ল্যাক ফরেস্ট আর ব্রাউনি যুগে পিঠে কে আর খাবে
আমার পৌষ ভিখারিনী আজ ফিরে যায় শূন্য হাতে
এরপরে তো পাবণকথা অতীতে স্থান পাবে।

আর্যতীর্থ