। বন্ধ কথায়।

তোমার সাথে ঝগড়া আহা, তেহাই যেন ঝাপতালে,
সমের কাছে দম নিয়েছি, করবো আদর ফাঁকতালে।

বন্ধ কথায় ধন্দ থাকে, যুদ্ধ নাকি সন্ধি আজ?
জাপটে খাওয়া চুমোর স্মৃতির মনমহলে কুচকাওয়াজ।

শায়েস্তা খাঁ'র আমল হলে গোঁসাঘরে খিল দিতে,
আড়নজরের একটি বাণে আজও পারো দিল নিতে।

হায়রে আমার পোড়া কপাল, আমার পানে দৃষ্টি কই?
ঝড় বিদ্যুৎ সইতে রাজী, এবার নামা বৃষ্টি সই।

বৃষ্টি হলেই ফর্সা আকাশ, সূর্য পাবে পারমিশান
ঝগড়া হলে তুমিও জানো, অর্ধ নামে কার নিশান।

আগ বাড়িয়ে বলতে গেলাম, ঝটকা খেলাম মৌনিতে
আর কতযুগ লাগবে বলো, প্রেমের কথার বউনিতে?

অভিজ্ঞতায় বেশ বুঝেছি, ঝগড়াঝাঁটি মন্দ না
গালাগালি সইতে পারি, কিন্তু কথা বন্ধ না।

বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, ভিজুক কথার ফুলগুলি
খাজনা দেবো একশো চুমু,  ধান খেয়ে যাক বুলবুলি।

আর্যতীর্থ