এটা পাঁচালির সুরে পড়তে হবে।


         । ফস্কা গেরো।


চাঁদা বলো, ঘুষ বলো  কিংবা প্রণামী,
বিশহাজারের কমে সকলই বেনামী।


ভারতীয় আইনের বড় খ্যাঁচাকল,
ট্যাক্সো দেবেনা কোনো রাজনীতি দল।


এ ব্যাপারে সরকার সদাশয় শিব
রাজনীতি দল বাবা বড়ই গরীব।


আছে মোটে ভাণ্ডারে কয়েকশো কোটি
ও পুকুরে ডুবিও না ট্যাক্সের ঘটি।


চাঁদা আর তোলা দিয়ে ভরা থাক জেব
কত বড় হনু তুমি চাইবে হিসেব?


যে রঙের দল হোক ডান মাঝ বাম
কোটি কোটি টঙ্কারা সকলে বেনাম।


ক্যাশ দিয়েছিলো কারা কোথায় বা কবে,
বিশ হাজারের কম লিখলেই হবে।


তাহলে যাবেনা জানা দাতা নামধাম
আহা আইনের বই, তোমারে প্রণাম।


বেশী লিখে নাম দেবে কে বা এত বোকা
মিডিয়াতে সংসদে মিছে তাল ঠোকা।


যত পারো ক্যাশ দিয়ে দলে দাও চাঁদা
ট্যাক্স বিনা অক্লেশে কালো করো সাদা।


জানোই তো রাজনীতি করে সৎলোকে
কালো টাকা সেই থানে কদাপি না ঢোকে।


তুমি বাছাধন রোজ লাইনে দাঁড়াবে
দুহাজারী নোট পেয়ে ধৈর্য্য হারাবে।


তাই নিয়ে সংসদে তুমুল কাজিয়া
দেশের সময় গেলো এরন্ড ভাজিয়া।


এ বিষয়ে সব দলে বড় গলাগলি
আয় দেশ, ট্যাক্স দেবো হরিৎ কদলী।


ট্যাক্স দিয়ে ভিটেমাটি চটি সম্বল
আয় সবে মিলি গড়ি রাজনীতি দল।


আয় কালো বিল্লীরা ঝুলি থেকে বেরো
বজ্র বুকুনি দিয়ে ফস্কালো গেরো।


আর্যতীর্থ