। কুর্নিশ।

সাবধানে থেকো,একটা গোটা বছর রয়েছে পড়ে সামনে তোমার
বিনা হোঁচটে চলা সুকঠিন জানি , তবু দেখেশুনে পথ চলা বড় দরকার।
অন্তত, সামনের গর্তটা দেখতে তো পাবে,
যদিও চলার গতি বা দিক পাল্টাবে, সেটা ভাবা ভুল।
গড্ডলিকায় ফাঁক নেই একচুল, এখন অন্যদিকে হাঁটতে চাওয়া মানে,
সক্কলে ভেবে নেবে মই দিতে চলে গেছো কারো পাকা ধানে।
কার ধান, কোন ধান আউশ না বোরো,
ওসব যাচাই বাপু পরে কেউ কোরো,
আন্দাজী ঢিল ছুঁড়ে জীবন জ্বালানো যায় বড় সহজে
গুজবের পৌঁছ যে কতদূর যেতে পারে ফেসবুক বোঝে।
সুতরাং,  সামনে এগোতে হলে চোখকান খোলা রেখো,
কোথায় গর্তরা ওত পেতে বসে আছে, আগে থেকে দেখো।
ভিড় ছেড়ে  নিজস্ব গতিতে অন্য গন্তব্যে যদি ভেবে থাকো যাবে,
বিপরীতমুখী স্রোতে সাঁতরাতে হাঁফ ধরে ফুসফুস খাবি খেলে খাবে,
সাবধানবাণী নয়, তোমাকে তাহলে দেবো আমার কুর্নিশ,
ফোঁস করা গুজবেরা তোমার সামনে এসে ঢোঁড়া নির্বিষ।

আর্যতীর্থ