।স্বৈরাচারীর শেষ দিন।

আমায় অবশ করে দাও নীল হলাহল
আমি ঘুমাতে চাই, শুতে চাই অনন্তশয্যাতে
ফিকে হয়ে যাক আজ যত কোলাহল
বড় অবসন্ন রোজ রাজা সাজাতে।

শুরুতে দিব্যি লাগতো, পরনে কিংখাব,
সাঁজোয়া গাড়ির মাঝে সটান দাঁড়িয়ে,
অবাধ প্রশ্নাতীত ছিল আমার প্রভাব
ইচ্ছামত যে কারোর ইচ্ছেকে যাই মাড়িয়ে

আমি সর্বশক্তিমান ঈশ্বরের মত
আমার অঙ্গুলিহেলনে মৃত্যু বা মুক্তি
বিরুদ্ধমত পদতলে পিষ্ট, অবনত
ভাবনা বা খেয়ালগুলো অকাট্য যুক্তি

বুঝিনি, মোটেও বুঝিনি আসল সত্যি
ভয়টাকে ভুল করেছিলাম আনুগত্য বলে
তোষন ছিল, ভালোবাসা ছিল না একরত্তি
ক্রোধগুলি আটকে ছিল ক্ষমতার কৌশলে

আজ হঠাৎ ওরা সবাই রুখে দাঁড়িয়েছে
রাতের অন্ধকারের বদলে ওদের দাবী নতুন প্রভাত
আমার মন্ত্রী নৌকা গজ ঘোড়া সব হারিয়েছে
এখন অপেক্ষা, ঠিক কখন হবে কিস্তিমাত।

আর্যতীর্থ