। কালিকাপ্রসাদ।


ভীষণ ভীষণ রেগে আছি তোমার ওপর আমি,
ও কালিকা ,এমন করে থামিয়ে দিলে গানখোঁজা পাগলামি?
ভাঁড়ার ভরে হীরেমানিক, অর্ধেক তার শোনা হলো না যে,
এমন ঝরে পড়তে আছে সব্বনেশে বিনামেঘের বাজে?
আমরা যখন সুমন শুনি, উঠতি নচিকেতা, বাংলা গানে নতুন করে ফিরছে কথকতা,
আমরা যখন সামনে দেখি, পুরোনো সব বাতিল,
আমরা যখন অতীত ঢেকে দিচ্ছি উঁচু পাঁচিল,
তুমি তখন খ্যাপার মতো এ গ্রামে সে গ্রামে,
কষ্টি ঘষে চিনছো সোনা গান খোঁজার নামে,
দোহার এলো, গাঁয়ের গানের মাটির গন্ধী ডালি নিয়ে,
দোহার এলো, সহজ কথায় শহুরে মন চমকে দিয়ে,
দোহার এলো, চিনিয়ে দিতে ভুলে যাওয়া চেনা গলি
দোহার এলো, শহুরে ঠোঁট গুনগুনালো বাউল কলি,
সিঁটকিয়ে নাক আমরা যাদের খোলামকুচি ভেবেছিলাম,
কালিকা হে, তোমার দয়ায় হীরে বলে চিনতে পেলাম!
আমি তোমার গান শুনিনি স্টেজের ওপর সরাসরি
আজকাল তো ইউটিউবেই ইচ্ছেগানের ছড়াছড়ি,
ভেবেছিলাম সময় আছে, হীরেমানিক খোঁজার ফাঁকে
একদিন ঠিক দেখে নেবো লোকগীতির ওই পাগলাটাকে।
এই তো সামনে দোলের দিনেই আসতো দোহার আমার ক্লাবে,
তখন কি আর বুঝেছি ছাই এমন করে এড়িয়ে যাবে?
তোমার ওপর রাগ করেছি, তুমি কেন উধাও হলে?
ফিরে এসো কালিকাপ্রসাদ, দোহাই তোমার চোখের জলের।


আর্যতীর্থ