। রবি।

আমার আকাশে রাত্রি নামেনা, নিয়ত জ্বলেন রবি,
বাতিদান আর মোমবাতি কিছু এখনও লাগেনা তাই,
আমার পৃথিবী আলোচান করে সাজে চিরউৎসবী,
ঘর থেকে শুধু দুই পা বেরোলে ঝিকিমিকি রোশনাই।

রবির কিরণ এতটা কোমল, ঢাকে না অন্য তারা,
বরঞ্চ দ্যুতি আরও বেড়ে যায়, রবির স্পর্শে এসে,
ঘরের ভেতর নকল আঁধারে মন হলে দিশেহারা,
উঁকি মেরে দেখি আঙিনা কেমন আলোতে গিয়েছে ভেসে।

কখনো আকাশে মেঘ ধমকালে ভয়াল বাজের ডাকে,
ঝড়ের দাপটে কুঁকড়িয়ে বাঁচি ,সাহসের ঝুলি ফাঁকা,
মেঘকালো চিরে রবিকর আনে প্রায়মৃত ভরসাকে,
কানে কানে বলে কাটবে আঁধার, বন্ধ কোরোনা পাখা।

স্খলিত জীবনে যদি নেমে আসে চকিত অকালসন্ধ্যা,
বন্ধু চিনতে ভুল হয়ে বুঝি জীবন থমকে দাঁড়াবে,
এতদিনকার উর্বরা মাটি কপালের ফেরে বন্ধ্যা,
একলা চলার ডাক দিয়ে রবি তখন জীবনে ফেরাবে।

আর্যতীর্থ