। সময়ের গান।
চুপ। এখন কোনো শব্দ নয়।
থামো। থেমে যাও সময়।
বোসো। চুপচাপ চোখে চোখ রেখে।
বোঝো। কথারা নৈঃশব্দের কাছে শেখে।
শোনো। তারারা চুপিচুপি আমাদেরই কথা বলে
ভাবো। সব্বাই জেনে বসে আছে তলে তলে।
চলো। এই তো চলার শুরু সবকিছু ভুলে।
শোঁকো। এখানে বাতাস মাখা চেনা জুঁইফুলে।
রাখো। রাঙা পদপল্লব রাখো হ্ৎমাঝারে।
দাও। যে প্রেমে ঘায়েল করে শ্রীরাধারে।
হোক। শহুরে পুকুর হোক যমুনার জল।
পারি। চোখে চেয়ে পারি খেতে নীল হলাহল।
জানি। তুমি ছুঁলে অমৃত মিশে যায় বিষে।
এসো। হাতে হাত ধরে যাই দিগন্তে মিশে।
দেবো। বাদ দিয়ে দেবো সব তুমিছাড়া ক্ষণ
ভাবি। প্রেমিক হৃদয় হোক মেঠো সিংহাসন।
চাই। তোমায় জীবনে চাই , চাই পুরোপুরি
লিখি। গান লিখি তোমাকেই করে নিয়ে চুরি।
থাকো। প্রাণবায়ু হয়ে থাকো প্রতি প্রশ্বাসে
আসে। তোমার ভাবনা ছুঁয়ে কবিতারা আসে।
থাকো। আমার জীবনে থাকো চেনা গান হয়ে
যাক। ফুরোবার পর যাক রেশটুকু রয়ে।
জ্বালো। হৃদয়ে আগুন জ্বালো প্রতি চাউনিতে
ধরো। হাত ধরো বহুদূর একসাথে যেতে।
জ্বলো। অমলিন শিখা হয়ে জ্বলো অনির্বাণ।
দেখো। সময় লিখছে বসে আমাদেরই গান।
আর্যতীর্থ