।সত্যজিৎ।


ঘুরছো কোথায় প্রদোষ মিটার? সঙ্গে আছে তোপসে কি?
লালমোহনের উপন্যাসও নতুন কোনো নেই দেখি।
তোমায় কেন খুঁজছি জানো? সই শিকারী নই আমি,
ফ্যান যদিও, আদ্যোপান্ত পড়েছি সব বই আমি।
আজকে আমার সওয়াল যাবে তোমায় ছেড়ে অন্য দিক
তোমার দেশে রাজা যিনি, কেমন আছেন সেই মানিক?


ও প্রফেসর ত্রিলোকেশ্বর, নতুন দেশের ল্যাব কেমন?
অবিনাশ আর নকুড় কি দেন আগের মতোই সাথ তেমন?
ক্রোল সন্ডার্স সামারভিলের সাথে কি খুব আড্ডা দেন?
আপনাকে খুব মিস করি স্যার, কল্পনাতে রোজ আসেন।
তবুও আজকে আপনাকে না, ভক্তি খোঁজে অন্য ভিত,
করতে সেলাম বাছছি যে নাম, জানেনই তো, সত্যজিৎ।


আরে আরে বঙ্কুবাবু, অ্যাংয়ের সাথে কোন গ্রহে?
সেপ্টোপাসের হাতে নাকি প্রায় গেছিলেন খুন হয়ে?
বালকিষেন-এর শাপের পরে সাপ হলো কি অন্য কেউ?
ডজন ডজন গল্প তোলে স্মৃতির পাতায় বন্য ঢেউ।
গঙ্গাজলেই গঙ্গাপুজোর ব্যবস্থা সে আবার হোক,
আমার কাছে শ্রীসত্যজিৎ , ছেলেবেলা গড়ার লোক।


কু ঝিক ঝিক রেলের গাড়ি, দুগগা অপু ছুটছে ওই,
ওটাই সেরা বলেন যারা, আমি তাদের দলের নই।
যাই বলো না, গুগা-বাবা’র দুটো ছবিই শেষ কথা
আর কিছু কি লাগবে প্রমাণ করতে রায়’এর শ্রেষ্ঠতা?
তাঁর ছোঁয়াতে যাই ফলেছে তাই করে দেয় বাকরহিত,
শব্দ দিয়ে চরণ ছুলাম, প্রণাম নেবেন সত্যজিৎ।


আর্যতীর্থ