। সৎ ।


জলবৎ তরলং বোঝা আছে সত্য
আমাদের রাজনীতি ধবধবে সৎ তো।
যুগে যুগে অভিধানে নেই ঘুষ কমিশন
ভুলভাল বলে কিছু খুঁতখুঁতে বিভীষণ।


যারা বলে ভুল ডিল হলো উড়োজাহাজে
শুনো নাহে দেশবাসী, গুল সেটা ডাহা যে।
যদিও অন্যদেশে সেটা হতে পারতোই
এই দেশে রাজনীতি  দেখে দেশস্বার্থই।


অনুরূপ গলা তুলে বলে যাই জোরসে,
মোটে কিছু কাটমানি ছিলোনা বোফোর্সে।
বলেছি না দেশসেবা করে শুধু অতি সৎ
বাকি যারা ছোটোখাটো তারা খান রিসঅত।


শোনো নি কি বলেছেন সরকার ফ্রান্সের
গলাবেন তাঁরা নাক নেই কোনো চান্স এর।
বিমানের কোম্পানি কাকে নেবে পার্টনার,
সে ব্যাপারে কোনোদিকে ঘোরাননি ঘাড় তাঁর।


মানছি সে পার্টনার সবে নবজাতকই,
সবকিছু মেপেজুপে চলা যায় অত কি?
সরকারী বিমানের সংস্থাটি বৃদ্ধ,
বুড়ো নড়বড়ে হবে , সে তো স্বতঃসিদ্ধ।


যদিও বিমান তারা বানায়নি এখনো,
শুরু তো করতে হবে কোথা থেকে কখনো।
ফরাসীকে গুরু পেলে তবে আর পায় কে
হয়তো চর্চা হবে কদিনেই চা’য় পে।


কেউ কেউ বলে বসে দাম বেশি বিমানের,
আইডিয়া নেই কোনো এই প্লেন কি মানের।
একটি বোতাম চাপে আকাশেতে ভাসিয়া
আমেরিকা থেকে সোজা যেতে পারে রাশিয়া।


যদি বলো শিশু কেন মেনে নিলো সরকার
চেনা বামুনের আর পৈতে কি দরকার?
মানো আর নাই মানো, এটাই তো ঘটনা
ওনামের ছোঁয়া ছাড়া একখানা নোটও না।


সুতরাং মেনে নাও যেটা বলা হচ্ছে
( বিরুদ্ধে বলে লোক জেলে বসে পচছে)
এ দেশের রাজনীতি ,গঙ্গার মতো তা,
পরতে পরতে তার লেগে আছে সততা।


আর্যতীর্থ