।  সুগারে সংক্রান্তি।


আজকের দিন জুড়ে পিঠেপুলি গন্ধ,
খাওয়া চাই সাপটিয়ে নানা ভালোমন্দ,
চোষি, দুধপুলি খাবো , খাবো পাটিসাপটা
তেমন সদিচ্ছেতে মনে লাগে ঝাপটা,
লোভাতুর সেই পথে সুগারের খন্দ,
ডাক্তার করেছেন মিঠে খাওয়া বন্ধ।


পুরাকালে ঋষিদের মধুমেহ নাস্তি
ফল একবিংশতে, তৈরী এ বাঁশটি
পঞ্জিকামতে চাখা নবগুড় রসনায়
রোগ জ্বালে মুখে নুড়ো লোলুপ সে বাসনায়
মন বলে ভোল ব্যাটা যা ভালোবাসতি
ভেবে দেখো পেটুকের কি কঠিন শাস্তি।


গৃহিণী তথৈবচ, মনে নেই করুণাও
যতই মিনতি করি, আজ কিছু চরু দাও,
চোপ বলে কড়া চোখে তিতকুটে ধমকান
আত্মজা দুটিও কি মা’র থেকে কম যান,
চেঁচায় ,দিও না পিঠে এমন কি সরুটাও,
হে বিধি ,ও জন্মে আর কোনো জরু দাও।


এ জন্মে আপাতত গিলে ফেলি আশ-কে
পিঠে পাই বড়জোর মিঠে ছাড়া আসকে।
পিঠে- পাটি বাদ দিয়ে খাওয়াদাওয়া পৌষে
হানিমুনে যাওয়া যেন না নিয়ে বউ সে,
এড়িয়ে চলি রে ভাই তাই এই মাস-কে,
কুটি করে ছিঁড়ে ফেলি পিঠে-মেলা পাস-কে।


শুনতে চাইনা মোটে অাজ পিঠে খাস কে।


আর্যতীর্থ