। উলূক।


ঝুলছে ঝুলুক সমস্যারা, দুলছে দুলুক দেশ,
উলূকরা সব ধরেছে আজ , নেতার ছদ্মবেশ।
মগের মুলুক এখন সময়, যে খুশি দেয় গালি
এক উলূকে খিস্তি দিলে, আরেক বাজায় তালি।


কোন শকুনি এদের পিতা কেউ তা জানেনা,
উলূক যখন ট্রোল করে যায় কাউকে মানেনা।
টুইটারময় ছড়ায় গোময়, ফেসবুকে গু মাখে
ও সহদেব, লক্ষ উলূক ,মারবে তুমি কাকে?


সব বাহিনীই পুষছে উলূক দুর্যোধনের মতো,
গালাগালি না দিলে আর ভাত কি হজম হতো?
রাম-উলূকে হাতকে দোষে, হাত-উলূকে রামকে,
চলছে গালি, মাখিয়ে কালি যতেক নেতা-নামকে।


ভব্যভাষায় যুক্তি বলা, ওসব এখন হয় কি?
রঙরাজাদের থাকলে অভয়, অভদ্রদের ভয় কি?
উলূকরা তাই বাক্য শানায় , উলঙ্গ অশ্রাব্যে,
যুধিষ্ঠিরের দিন তো গেছে, কে আর এখন ভাববে?


সব সুলুকেই উলূক এখন, অসংযত বাক্যে,
মাছ ঢাকতে সবাই ডাকে, গালাগালির শাককে।
বেদব্যাসের কাব্যগাথার , নতুন সংস্করণ,
আধুনিক এ  কুরুক্ষেত্রে, সবাই দুর্যোধন।


আর্যতীর্থ