বিনা যুদ্ধে জয়ী রাজা
কাঁদছ কেন রাতের খাদে,
সব পেরোনোর ফন্দি তাতায় ?
ভীষণ সুখের অবসাদে ।


সব ওড়া নয় মাড়িয়ে যাওয়া,
সব লালে নেই ভাষার ক্ষত,
সবটা কেন আলোর তোড়ে...
থাক না খানিক ব্যক্তিগত ।