তোর দেরাজ ভরা অধিকারের
হারিয়ে যাওয়া চাবি,
অভিমানের অস্ত-নীলে
হঠাৎ খুঁজে পাবি ।
ততক্ষণে পেরিয়ে যাবে
সময় রাজার দেশ,
ফিরতি পথে এক-সা হবি
মিলবে না ভাগ-শেষ ।
ফুরিয়ে এলেই যত্ন বাড়ে
নীরব ভালোবাসায়,
আড়াল কত রাত কেঁদেছে
আঁকড়ে ধরার আশায় ।


ভালো থাকার খোঁজ জেনেছে
জীবন নদীর জল,
নির্বাসনের ভাষায় গড়া
আমার খাসমহল ।