ও গান‌ওয়ালা, এমন একটা গান ধরতে পারিস ?
যাতে বুকের ব্যথা কান্না হয়ে ঝরে ।
আমার আছে এক পৃথিবীর, ছন্নছাড়া, দেদার আঘাত-কথা
চাস যদি তুই, শর্ত ছাড়াই দেবো উজাড় করে ।


সুর বসাবি ? মল্লারে-মেঘ নামবে কথার বাঁকে ?
যা হোক করে একটু কাঁদা, এই মুখোশের ফাঁকে ।


আষাঢ় ভাঙা শ্রাবণ- সে তো বানানো কথার শোক ।
বুক পকেটের বিপদ সীমায় ভীষণ বন্যা হোক ।


ভাঙলে সময় কষ্ট যদি দেরাজ ঠেলে পালায়-
আরশি-মেঘের সঙ্গী হবো চাঁদের চৌ-চালায় ।