আমার না-বলা কথারা দ্রোহদীপ জ্বেলে আজ--
বিভীষিকা আঁকে বৃষ্টি চুয়ানো ছাদে।
উর্ণনাভরা বেদখলে আনে বেপরোয়া বিপ্লব!
ঋত-ব্রতীরা হরতাল করে বাস্তুর কথা ভেবে।


ভাবতে পারিনি আমি-ই শুধু - যুতসই বাজিখেলা।
ফৌত হয়ে তাই ঘরের ভেতর ঘরে-
হিসেব করছি এক জন্মের ভুল।
অঙ্কের যোগে ভুল।
পরিসর জ্ঞানে ভুল।
আর এক মস্ত ভুল করেছি শেষে,
ভালোলাগাকে ভালোবেসে।


একাকীত্বের মোহনা খুঁজছি আমি।
চৌচির হয়ে ভাঙা মান্দাসে ভেসে...


আজ আমার দহনে রাতের গর্ভে রাতের জন্ম হয়।
এলোপাথারি স্বপ্নেরা হয় নীরবে আত্মঘাতী।