সব ভালোবাসা যদি,
প্রেমের কাব্য হতো-
পাঁজর আগলে রাখা
বন্ধুরা কোথা যেতো ?
জানে না শহর, তাও জানে না ।


প্রেমের শরীরী সুখ, একরোখা ধুকপুক ।
নাছোড় রুটিনে মাপা- সে এক জীবন ।


ঠোঁঠের চুমুক কাড়া,
বেদখল বাসা ভাড়া-
মাঝপথে হাত ছাড়া
রাতভোরে কড়া নাড়া
চোখাচোখি বিষঝারা
আদুরে বাক্যিহারা
হররোজ ভাঙা-গড়া
আর এক জীবন ।


স্বপ্নের রেলগাড়ি এ রুটেতে
কোনো কালে থামে না ।