শুকনো হৃদয় , শুষ্ক মনের
বাষ্প লাগুক তোমার দেহের

হয়তো কোনো আপনভোলা
আনমনা যতো খেয়ালীপানা

অবাক করা আবেশ তোমার
অল্প আলোয় খানিক দেখা

সেই দেখাতেই আপনভোলা
খেয়ালীপানার আদিখ্যেতা

নয়তো কন্যা ,নয়তো নারী
হয়তো কোনো ছদ্মধারী

কিংবা বরং খুজে দেখি
সবই আমার ভাবনার বাড়াবাড়ি