আজ বহুদিন পর মন চাইছে
         একটি কবিতার জন্ম হোক
   যা হয়ত এতদিন দেওয়া হয়ে ওঠেনি
কর্মব্যস্ততার অজুহাতে কলমে ভাবনা ফুটে ওঠেনি
কিন্তু বিশ্বাস করুন আজ মন চাইছে
একটি কবিতার জন্ম হোক
কিন্তু চাইলেই আর পারছি কই
এই মেকি দুনিয়ার আলোড়নে প্রতি পদক্ষেপে তা বাধাপ্রাপ্ত
অর্থপিশাচরা প্রতিনিয়ত চাইছে তাকে এ দুনিয়ার আলো না দেখতে দিতে
বাস্তবতার অজুহাতে কর্মব্যস্ত জীবন প্রতি পদক্ষেপে চাইছে তাকে গলা টিপে হত্যা করতে
কিন্তু বিশ্বাস করুন শত বাধার সম্মুখীন হয়েও
এ মন চাইছে একটি কবিতার জন্ম হোক
শত ঝঞ্ঝার মধ্যে দিয়ে কলম আর পাতার কামুক মিলনে
একটি কবিতার জন্ম হোক
একটি স্বাবলীল কবিতার জন্ম হোক
একটি বাকস্বাধীন কবিতার জন্ম হোক
আর সবার উপরে একটি কবিতার জন্ম হোক