আজ বহুদিন পর রাস্তায় নামলাম
আজ বহুদিন পর বৃষ্টি ভিজলাম
বৃষ্টির ফোটা গুলো এক একটা তীরের মত বিধছিল
আর প্রতি পদক্ষেপে বোঝাচ্ছিল আমি কতটা বদলেছি
যুগের সাথে তাল মেলাতে শুধুই রঙ পাল্টেছি
সব রঙ যখন বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল
তখন রাস্তায় বসে শুধু হাতড়াচ্ছিলাম
আমি লাল না নীল না সবুজ না কালো
স্বার্থপর না উদার মন্দ নাকি ভালো
সব রঙ একবার করে হাত দিয়ে যখন তুলেছি
আর প্রতিবারই নিজের গায়ে হাত বুলিয়েছি
দেখিতো কোনটায় আমাকে দেখতে লাগে ভালো
কোন রঙটা ঠিক ফুটছে ওই নিকশ কালো অন্ধকারের মধ্যে করে আলো
কোনো রঙ ই যখন মিলল না
বুঝতে পারলাম না আমার রঙ টা ঠিক আসলে কি!!!!
আমি কি আদৌ মানুষ!!!!
নাকি যুগের তালে তাল মিলিয়ে রঙ বদলানো এক গিরগিটি.....

    তীর্থেন্দু