কে বলেছে  পুরুষ ই সকল যজ্ঞের হোতা
নারী ছাড়া যে জীবনযুদ্ধ জেতাই বৃথা
সে দূর্গা রূপে দশভূজা আবার মাতৃরূপে দ্বিভূজা
এমন মুশকিল আসান সত্য ই কঠিন খোঁজা
কখনও সে পিতামহী মাতামহী রূপে বজায় রাখে পারিবারিক ঐতিহ্য
আবার কখনও মাতারূপে সে করে অসাধ্য সাধন রেখে অসীম ধৈর্য্য
ভগিনীরূপে কখনও সে ভরিয়ে দেয় স্নেহের বাধনে
কখনও সে স্ত্রী রূপে বসায় স্বামীকে ভালোবাসার আসনে
নারী ছাড়া জীবনযুদ্ধ লড়াই যে বৃথা
কারন সেই তো পুরুষের চালিকাশক্তি জীবনযজ্ঞের হোতা
পুরুষ যদি হয় জীবনযুদ্ধের নায়ক ঋত্বিক
তবে নারী তুমিই সেই জীবনযুদ্ধের নায়িকা " ঋত্বিকা "