সে বহুকাল আগের কথা
তখন সব কিছু কত সুন্দর ছিল
বাবারা অফিসে যেত
ভারী ভারী খাতায় কত কিছু লিখত
আর বাড়ি এসে নিজেদের সুন্দর হাতের লেখার উপমা দিত
সে বহুকাল আগের কথা
তখন সব কিছু কত সুন্দর ছিল
আমরা স্কুলে যেতাম, পড়াশোনা করতাম
আর ছুটির দিনগুলো গল্পের বই পড়ে, ঠাকুমা দিদার সাথে গল্প করে কাটাতাম
সে বহুকাল আগের কথা
ঠাম্মা দিদারা মুখে পান দিয়ে একগাল হাসি হেসে আমাদের নানারকম গল্প শোনাত
সে বহুকাল আগের কথা
তারপর হঠাৎ যে কি হল
কি সব ভারী ভারী " বিশ্বায়ন উন্নয়ন " শব্দ এসে  জুড়ে
ভারী ভারী খাতার বদলে ওই কম্পিউটার এসে টেবিলে বসল
গল্পের বইয়ের স্থান নিল মোবাইল
বাচ্চাদের আর সময় কই ঠাম্মা দিদাদের সাথে গল্প জুড়বার
তারা তো মোবাইলেই মত্ত
এখন আর বাবারা হাতের লেখার উপমা দেয়না
কারন হাত আর লেখে না শুধু প্লাস্টিকের একখান বাক্সে ভারী ভারী বোতাম টিপতে ব্যস্ত
ছুটির দিনে ছুটির মেজাজে সেই গল্পের বই আর   কই!!!!
মোবাইলে বুদ শৈশবের দায়ে রঙিন স্বপ্নগুলো পালাচ্ছে ওই
ঠাম্মা দিদাদের পান চিবানো হাসি আজ খুজে পাওয়া দায়
কালের প্রকোপে সে স্নেহ আহ্লাদ ভালোবাসা হতে অনেক শিশু ই বঞ্চিত হায়
যুগ বদলাচ্ছে বদলাচ্ছি আমরাও
শৈশবের সেই সব সময় আজ খুজে পাওয়া বড় দায়
আর কেই বা খুজতে চাই!!!!
কারন উন্নয়ন মানে এগিয়ে চলা পিছিয়ে পড়লে কি চলবে ভাই
এই কালসর্পের গ্রাস কতটা ভয়ঙ্কর তা কি আমরা বুঝছি
উন্নয়ন বিশ্বায়নের নামে হারানো সোনালী দিনগুলো আমরা কি আর খুজছি!!!!