নিস্তব্ধ রজনীতে মন শ্মশানে যত অনল জ্বলিবে জ্বলুক,
প্রবেশদ্বারটি বন্ধ থাকিবেই।


,
তোমার শ্রী দেখিয়া লজ্জিত হইয়া প্রজ্জ্বলন স্তিমিত হইতে পারে।অন্তর খাঁটি করিবো কেমনে?


,
তোমার ঘন নিশ্বাসে এ অণল নিভিয়া গেলে, কামনার অণল জ্বলিয়া উঠিবে।তুমি আবার পাপি বলিতেও দ্বিধা করিবেনা।


,
নিজ কলঙ্ক পোড়াইতে যে অণল জ্বালিয়াছি, তাহা নিভায়ে তোমায় কলঙ্কিনী করিবো কেমনে?


,
তাইতো প্রবেশদ্বারটি বন্ধই থাকিবে।