রান্নার সময় প্রখর উত্তাপে তোমার ঘেমে যাওয়া কপালে লেপ্টে যাবে
সামনে ঝুলিয়ে রাখা চুলগুলো,
তোমার হাত দুটো ব্যস্ত  থাকবে কাজে।
তুমি চাইলেও চুলগুলো সরাতে পারবেনা।
স্নান শেষে কাপড় শুকানোর অজুহাতে তুমি চুল শুকানোর চেষ্টা করবে শুকনো তয়লা পেঁচিয়ে,
আমি অপলোকে চেয়ে দেখবো আর ভিজে যাওয়া সেই তয়লার ঘ্রাণ নিতে উদগ্রীব হবো।
দুপুর গড়িয়ে বিকেল আসবে,
চুলগুলো শুকিয়ে এলোমেলো হয়ে রবে,
তুমি অভিমান নিয়ে জানালায় দাঁড়াবে,
মৃদু সূর্যরশ্মি মেখে ঝলমল করে উঠবে চুলগুলো।
সেই সুযোগে লোকচক্ষুর আড়ালে তোমার মাথায় গুঁজে দিব একগুচ্ছ ক্লিপ।(ফুল নাই)
সৈকতে কোনো এক গোধূলি লগ্নে,
ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে তুমি।
চুলগুলো উড়বে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে।
সাথে শাড়ির আঁচলটাও।