আমি কবি হতে চাই,মূর্খ কবি।
সুবিধা মতো লিখব,লিখব না সবই।
সামাজিক অসঙ্গতি সেতো রাজনৈতিক বেপার,আমি নেই তাতে।
দু'বেলা দুমুঠো ভাত জুটলেই হলো পাতে।
দাদা বাবুরা আছেন তো,
দেখবেন দেশ ও দশের সবি।
আমি মূর্খ কবি মেঘের ভেলা দিয়ে আঁকবো আকাশে প্রেয়সীর ছবি।
,
রাজনীতি,হানাহানি,নেতাদের ছাগলামি
ওসব নিয়ে কথা বলা,নিজেই কাটা নিজের গলা।
আমার কী? আমি তো মূর্খ কবি।
একটু তেল মলে দিব, পাবো সাফল্যের চাবি।
,
অসহায়ের অভাবে ত্রাণ চুরির স্বভাবে,
রাজনৈতিক প্রভাবে পকেট ভরেছে কার?
বেড়েছে কার হাহাকার?আমি তবু্ও নির্বিকার।
আমার কী?আমি মূর্খ কবি।
এসব তো তুচ্ছ ব্যাপার,অভাব আমার কিসের আবার?
চাল,ডাল,টিভি,ফ্রিজ পাচ্ছিতো উপহার।
,
মানুষে মানুষে হানাহানি,ক্ষমতা নিয়ে টানাটানি,চোর পুলিশে যোগসাজনী।
সে-তো সবাই জানি,আমার কী??আমি মূর্খ কবি।
মানুষের মাঝে প্রেম বিলিয়ে, জয় করবো সবি।
,
হঠাৎ আসবে মহামরি,শুরু হবে আহাজারি,খাবার নিয়ে কাড়াকাড়ি,শেষে হবে মারামারি।
হবে আন্দোলন, অনশন।
দু'চারটা লাশ হবে,নেতার চুরি ফাঁস হবে।
তাতে আমার কী? আমি মূর্খ কবি।
এইসব থেকে দুরে থাকায় ভালো,নাহলে সর্বনাশ অবশ্যম্ভাবী।
আমি কবি হতে চাই,মূর্খ কবি।
সুবিধা মতো লিখব,লিখব না সবই।
,
আমার কবিতা মানুষ পড়বে,প্রেমে পড়বে।প্রেমময় হবে গোটা বিশ্ব।
সাহিত্য পুরস্কার পেয়ে যাবো নিশ্চিত। সুখেই থাকবো,হবোনা অতিষ্ঠ।