মেনে নিব শূল....


ডান পথে চলি যদি
বলে দিবি ভুল,
মুখে কথা বলে জেদি
সোনা হবে ধুল।


ঠিক ভেবে তবু ওস্তাদি
হারা সব কুল,
নিজে চাওয়া হয় বিবাদি
ফোটে নাতো ফুল।


ক্ষণে ক্ষণে হই নিনাদি
মন হয় ব্যাকুল,
সবে মিলে দেয় তমাদি
গুনি তায় মাশুল।


সুখ যেন এক বনিয়াদি
সে বড়ই পিছুল,
দিনে দিনে বাড়ে বিষাদী
ভাড়ি হচ্ছে উসুল।


জীবন এর বহতা নদী
ভেঙে ভেঙে কূল,
ক্লান্ত শ্রান্ত হয়ে হৃদি
মেনে নিবে শূল।