এখন বিকেল
              আমি
              চোখের জলের অপেক্ষায় আছি
              না আমি আধাঁর নামার অপেক্ষায় আছি
              না না আমি আকাশে সন্ধাতারার অপেক্ষায় আছি
              না না না আমি তোমার অপেক্ষায় আছি


যখনই সন্ধা নামবে
              আমি ছুটে যাব সেই নদীর তীরে
              হৃদয়ে আকাঙ্খার স্পন্দন হয়ত তখন থামবে।।
              দুহাত মেলে দক্ষিণা হাওয়ায়
              স্বপ্নের পাল উড়াব,
              দুচোখ সন্ধাতারায় তোমায় খুজবে
              তুমি কাছে ভেবে মন জুড়াব।
আমি জানি, তখন তুমিও
              আমার থেকে শত শত মাইল দুরে
              কোন এক শখের কারাগারে
              হৃদয়ের হাহাকারে
              মরিচা ধরা শিকের জানালায়
              কিংবা অগোচরে ছাদের কিনারে
              ঐ সন্ধাতারার মাঝেই আমায় খুজবে।।


অবশেষে সন্ধা হল
              আমি আছি, কই আজ তারা তো এলোনা
              তুমিও হয়ত আছ, কই আজ তারা তো এলোনা
              নিয়তিটা এমনই
              যার নেই কোন নিয়ম
              যার নেই কোন কারণ
              যা মানে না কোন বারণ
              যা বোঝে না হৃদয়ের বেদনা
              শুধু চলতে জানে নিজের খেয়ালে।।।।