অবশেষে তুইও ভুলে গেলি
যেখানে ভুলেছি আমি অনেক আগে
তোর হৃদয় যেন ঘৃনা জাগে,
আমায় ছেরে অনেক দুরে
অন্য কাউকে আপন করে
বাধিস যেন ঘর অনুরাগে।


করেছি অভিনয় তোকে ভুলবার
চেয়েছে বলে দিতে মন বারেবার
ইচ্ছে ছিল তোকে সুখি দেখবার
নিজের সুখের প্রতি করে অবিচার
যদিও করেছে এ মন হাহাকার
পুড়ে রেখেছি তাকে বিবেকের কারাগার।


বুঝতে পারিসনি তুই আমার অভিনয়
ঘৃনায় ভরেছিল তোর হৃদয়
বদলে নিয়েছিলি সব পরিচয়
ভালবাসা তিলে তিলে হয়েছে ক্ষয়
অভিষাপ দিয়েছিলি হয়ত হাজার
তবু আজ সুখি তুই এটাই পাওয়া আমার
অভিনয়ে আমিই রয়েছি সেরা
আমার চারিপাশ সুখেই ঘেরা
যদিও লুকিয়ে চোখে জল ফেলি
অবশেষে তুইও ভুলে গেলি।