আলো নিভে গিয়ে ;
অন্ধকারে ঢেকেছি মুখ দুজনে।
এখন এই অন্ধকার বড় প্রিয় আমাদের।
নিভে গেলে আলো,
কথোপকথন জমে ভালো।
মুখোমুখি বসে থাকি দুজনে,
তারপর নীরবতা ভেঙে ফেলে,
কথা বলি অতীতের..
ভেসে ওঠে ঝলমলে দিন,
ভেসে ওঠে অতীতের,
কত অনুযোগ- অভিযোগ..
হয়তোবা নীরবে ভেজে আঁচল..
চুপ মেরে থাকি বহুক্ষণ।
ঘড়ির টিকটিক শুনি,
অস্থির হয়ে ওঠে মন।
হঠাৎ জ্বলে ওঠে যদি আলো
ঘাড় ফেরে দুজনেই,
কোন কাজ পড়ে মনে,
ধীর পায়ে উঠে যাই,
সিঁড়ি বেয়ে নেমে;
সোজা সদর দরজায়।