আজও পূর্বের আকাশে হাসে রাঙা সূর্য,
যেভাবে সে ক্রমে ক্রমে তলিয়ে গেলো অন্ধকারে;
তোমরাও যাবে ক্রমাগত..
তার মতো তোমরাও দেখবে
একটা অস্ফুট কান্নাভেজা মুখ,
আর তারপরে বাতাসের স্পর্শে;
জ্বলে উঠবে দাবানল..
বেশ কিছুদিন ধরে জ্বলবে সে আগুন;
ছড়িয়ে পড়বে সে গল্প..
তারপর স্মৃতি টুকু পোড়া দাগ রেখে,
মুছে যাবে সব।
কি নিখুঁত কৌশলে তলিয়ে যাবে ভাঙাগড়া,
শূন্যতা, ডায়রির ছেঁড়া পাতা..
অবকাশ থাকবে না আফসোসের..
তবুও পূর্বের আকাশে হাসবে রাঙা সূর্য..