কালরাতে তুমি এসেছিলে আমার কাছে,
         অত্যুৎজ্জ্বল এক জ্যোতিষ্ককে নিয়ে সাথে;
         সঙ্গে না জানি  কতশত মরা নক্ষত্র ছিল...
            যারা কেবলই আমাদের গা ঘেঁষে;
                    ঝরে ঝরে পড়ছিল
                  আমাদেরই চারপাশে,
           চাঁদ নেই তবু সেই সাদা সাদা আলো
        আমাদের নিয়ত করে রেখেছিল আলোকিত।
           কত পুরোনো মুহূর্ত গেল মনে পড়ে
          তবু নিশ্চল হয়ে রইলাম দু'জনে;
            হঠাৎ এক আলোর ঝলকানি,
                     ভ্রম গেল ভেঙ্গে...
                    চেতনা এল ফিরে...
             চোখ খুলে দেখি রাত নয় এতো;
                 সবুজ পাতার ফাঁক দিয়ে
          যে আসছে সে তো রবির আলো।