মনে পড়ে...
গত জন্মের বহু বহু আগে,
আমাদের বিয়ে হল এক বসন্তের রাতে;
আমি সেই নারী,
যাকে তুমি প্রথম চুম্বন করেছিলে।
আমাদের সেই পরিণয় ,
আজও তো আছে।
ভেবে দেখো মনে পড়বে
এ আমাদের বহু জন্মের মিলন।
বহু জন্মের এ মিলনেও চমক আছে।
এ জন্মেরও বহু বহু পরে,
আবার কোন এক বসন্তে,
রক্ত মাংসের পরিণয় ঘটে;
আমরা এক হব।
কোন এক গভীর রাতে,
তোমার হাত আমার চোখে ঘসে,
নিন্দ্রিত আমাকে জাগিয়ে তুলবে
আর মশগুল হবে স্মৃতিচারণে;
যখন আবেগে ছুঁয়ে যাবে মন,
ব্যাকুল হব তোমার চুম্বন পেতে,
ছুটে যাবে ঘুম,
রাত কেটে ভোর হবে এইভাবে।
জন্ম জন্মান্তর ধরে তোমার নেশা,
আমায় গ্রাস করতে থাকুক..
আমি মগ্ন হয়ে থাকব সে সুখে..