বৈশাখী ঝড় এসে যেন
            এলোমেলো করে দিয়ে গেল;
          বেদনার অন্ধকারে দিয়ে ডুব,
               আমি নিশ্চল নিশ্চুপ।
          মলিনতা মুখে নিয়ে মেখে
           সতর্ক রাত্রি কাটে জেগে
        চাঁদ হীন আকাশেতে জাগে তারা,
         গতিহারা নদী আমি দিশেহারা।
       কত মাস গেল কেটে এইভাবে জেগে
    তারাও ঘুমোলো শেষে বাদলের কোল ঘেঁষে;
         একাকিত্বের অন্ধকারে হয়ে মূক;
      হৃৎপিন্ড বয়ে বেড়ায় মনের অসুখ।