দেশের মানচিত্র কেমন যেন বর্ণহীন,
সমস্ত শহর কেমন গতিরুদ্ধ হয়ে
নক্ষত্রের মতো জেগে আছে।
আকাশে মায়াবী চাঁদ ওঠে ,
জোৎস্নায় ভেসে যায় আকাশ;
শহর ভাসে শোকে।
ভোর হয়, পাখি ডাকে
মুক্তির স্বাদ পায় সে।
শুধু শহর থেমে থাকে।
যে গতিবেগে একদিন
হার মেনে ছিল;
পশুপাখি থেকে প্রকৃতি!
সেই ক্যানভাস এক লহমায়
পাল্টে দিয়েছে মৃত্যু আতঙ্ক।
এখন মানুষ দুয়ার এঁটে,
প্রাণ আগলে বসে থাকে।
চারিদিকে আর্তস্বর,
বিপন্ন মানবসভ্যতা!
গোপনে গোপনে, মানুষের
দেহে চলে ;
জীবন-মৃত্যুর রেষারেষি!
কারো দাম থাকে,
কেউ হয় কাদামাটি!