আনমনে আমি চলছি তখন
প্রবল গতির স্রোতে,
কে যেন সজোরে দিয়েছে ধাক্কা,
ছিটকে ফেলেছে আমারে।
রক্তক্ষরণ হচ্ছে এবার;
কুঁকড়ে যাচ্ছি আমি,
চুঁইয়ে পড়ে গড়াচ্ছে রক্ত;
কখনো বাঁধছে জমাটও।
ক্রমে নিস্পন্দ হচ্ছে শরীর,
নীল হয়ে আমি হচ্ছি মলিন।
দ্বন্দ্ব নিমেষে মিটেছে আজ,
রজনীগন্ধার পেয়েছি সাজ।
'রজনী' আর 'গন্ধ' আমি দু'য়েরই পেয়েছি স্বাদ।
প্রস্তুত করছে সবাই আমায়,
রক্তক্ষরণ ঘটাবে আবার।
সুতীব্র স্ফুলিঙ্গ ছুঁয়েছে শরীর,
সহস্র ঢুলিতে ভরেছে শরীর;
সশব্দে ফেটে ছিটোচ্ছে রক্ত,
মিটিয়ে ফেলাও নয়তো শক্ত!!
বিলীন হচ্ছে ধোঁয়া বহুদূরে,
তোমার কাছে এসেছি ফিরে;
স্মারক পেতে চাই যে এবার,
একফোঁটা জল দাও উপহার;
বাম নেত্র হতে;
হাত রয়েছি পেতে!!
প্রথম স্মারক দিলে তবে,
স্মারক নিয়ে যাচ্ছি চলে;
পুনর্জন্ম নিতে,
আবার তোমার হতে।