অবগুণ্ঠিতা নারী,আজ তুমি বড়ই লজ্জিত সমাজের কাছে,
তুমি উপহার দিয়েছো এক শ্যামবর্ণাকে সমাজে
তাই আজ তুমি আরও কুন্ঠিতা, ম্রিয়মানা!
কিন্তু তুমি যে দীর্ঘকাল সমাজকে সুন্দরতর করার প্রয়াসী ছিলে..
তবুও দেখ তোমায় শেকলে বন্দি করে বিসর্জিত করা হল অন্ধকারে!
হায়! অবগুন্ঠিতা তুমি যে আজও অবমূর্ধা !
তোমার সেবা পরায়ণতার কথা মুছে গিয়েছে;
কেবল ঐ শ্যামবর্ণার জন্ম হওয়াতে!
তবু তুমি নীরব কেন অবগুণ্ঠিতা?
অবগুণ্ঠন ফেলে ক্ষমাহীন অপরাধের হিসাব চাও...
এত বন্ধুর পথ পেরিয়ে এসেও তুমি কুন্ঠিতা?
তোমার ঐ ম্রিয়মান মুখ --- সে যেন হয় ওদের ভ্রম মাত্র,
তোমার সজল চোখ --- সে যেন হয় তোমার ছলনা মাত্র।
তোমার অধিকার আর মর্যাদাবোধ বিশ্রামে কেন এখনও?