আমি ঠিক ভালোবাসতে জানতাম না।
ভালোবাসা বুঝতাম না,
কোত্থেকে তুমি এসে বললে,
তোমায় ভালোবাসব!
আমি হেসে উড়িয়ে বললাম,
ভালোবাসা জানি না, মানি না।
তুমি ফিরে গেলে।
পরদিন সক্বাল সক্বাল;
নতুন আর্জি নিয়ে হাজির..
বললে, তোমায় ভালোবাসা শেখাব..
কি একটা হল তারপরে..
কেমন করে যেন 'ভালোবাসা' শব্দটাকে
অনুভব করলাম;
শিখে গেলাম ভালোবাসতে।
এখন আমার ছোট-বড় মন খারাপ হয়,
চারপাশ যত দেখি চোখের জল উপচে পড়ে..
তুমি কেন শেখালে ভালোবাসতে?
যদিও শেখালে তাকে এত ব্যপ্ত করলে কেন?
কেন এ ভালোবাসা শুধু তোমার কাছে আবদ্ধ নয়!!
আমি একলাটি আর কত ভালোবাসব?
এ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার প্রতি পরিহাস,
আমায় ভেঙেচুরে দিয়ে যাচ্ছে,
তুমি ভালোবাসার নোটিশ জারি কর,
'ভালোবাসা'র প্রতি তুমিও যে সমান দায়বদ্ধ।