বৃষ্টিভেজা নিঃশব্দ ভোররাতে বুকের দামামার আওয়াজ আমিই শুনেছি,
অপেক্ষার পল কেটে সময়ের সারণিতে অযথা আঁকিবুকি কেটে কখন যেন পৌছে গেছি,
স্বপ্নের দোরগড়ায় - ভিজে চুলে সকাল শিশিরে ভেজা হাসি নিয়ে-
আবাহনের প্রথম শিহরণে সিক্ত আমার মন প্রাণ দেহ-
হাজার যোজন ধরে পথ চলে এসেছি যে আমি তোমারে দেখিব বলে,
শুধু কেটে যায় শত কোটি পল কথায় হাসিতে বিভোর দু্টি প্রাণ-
দিশাহারা অন্তরাত্মার মিলনের বাঁশি বেজে ওঠে স্নিগ্ধ ভালোলাগার আবর্তনে,
আধশোয়া জুলিয়েটের গোলাপি গালের আভা ঢাকা পরে বাধাহীন চুলের বন্যায়,
মায়াবী চোখের ছায়ায় শরবিদ্ধ জাতকের প্রাণে জাগে হাহাকার,
হারাইতে চাহে না যে মন- শুধু কেন সময় যায় না থেমে পৃথিবীর এই প্রান্তে,
বিধাতার লেখনীতে লেখা ছিল মিলনের সুর , সেতারের ধ্বনিতে বেহাগ-
বিদায়ের অমোঘ আলিঙ্গনে ঠোঁটে একে দেয় সেই সৌরভ-
দুহাতের মাঝে শুধু পৃথিবীকে আষ্টেপিষ্টে ধরে রেখে যেতে চায় মন,
বিষণ্ণ পদাতিক সিড়ি বেয়ে নেমে চলে যায় ্স্বপ্নের ঘোরে,
অধরা মনের  অলিন্দে শুধু ছেয়ে থাকে রিমঝিম স্বপ্নের ছন্দ।